by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২

অদ্য ১২ ডিসেম্বর জাতীয়ভাবে দেশব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’ উদ্‌যাপনের অংশ হিসেবে এবারের প্রতিপাদ্য “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” কে সামনে রেখে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে “তথ্য প্রযুক্তিই হোক বাংলাদেশের উন্নয়নের প্রধান হাতিয়ার” শীর্ষক সেমিনার কলেজের আইসিটি মিলনায়তনে তথ্য‌ ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যান নাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী বিষয়ক কর্মকর্তা অধ্যাপক আবু সালেহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আজিম, অধ্যাপক সেলিম উদ্দীন, অধ্যাপক বিপ্লব মহাজন, অধ্যাপক সুললিত কান্তি দে, অধ্যাপক মুহাম্মদ ফয়সাল আন নিজামী প্রমূখ। আইসিটি দিবস উপলক্ষে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাসমিন আকতার। সঞ্চালনায় তাসমিন আকতার ও সার্বিক সহযোগিতায় অধ্যাপক নাজনীন চৌধুরী ও আশিক সায়েম চৌধুরী। এ উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে বেগম রোকেয়া দিবস-২০২২ পালিত

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। বাঙালি নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন-এর ০৯ ডিসেম্বর জন্ম-মৃত্যুবার্ষিকীতে স্মৃতির প্রতি ফুলেল শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধাঞ্জলি।
——————————————————–
অদ্য ০৮ ডিসেম্বর’২২ কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ- রোকেয়া হাউজ এর উদ্যোগে “বেগম রোকেয়া দিবস”(০৯ ডিসেম্বর)উপলক্ষে আয়োজিত “রোকেয়া সাখাওয়াত হোসেনঃনারী সমাজের আলোকবর্তিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কল্যান নাথ বলেন “রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙ্গালি নারী সমাজে আত্মমর্যাদাবোধ জাগ্রত করে আলোর পথ দেখিয়েছেন। রোকেয়া নারী সমাজের অবরোধ মুক্তিতে, সামাজিক পশ্চাৎপদতা এবং কুসংস্কারের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি সকল শিক্ষার্থীকে বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ ও অনুকরণ করে একাডেমিক ও মানবিক শিক্ষা গ্রহণপূর্বক নিজেকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার পরামর্শ দেন।রোকেয়া হাউজের তত্ত্বাবধায়ক প্রণব কুমার নাথ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রীতিলতা হাউজের সমন্বয়ক অধ্যাপক সুললিত কান্তি দে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক জাফর আহমেদ তালুকদার,শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ, অধ্যাপক নাসরীন পারভীন,অধ্যাপক মোহাম্মদ নাছির উল্লাহ’, রোকেয়া হাউজের লিডার তাসমিন আকতার ও কো-লিডার সামিরা জাহান মিলি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোকেয়া হাউজের সহ-তত্ত্বাবধায়ক অধ্যাপক নাজনীন চৌধুরী ও হাউজের লিডার তাসমিন আকতার । “মুক্তি” নামে রোকেয়া দিবস উপলক্ষে কলেজের রোকেয়া হাউজ এর তত্ত্বাবধানে একটি দেয়ালিকা প্রকাশ করা হয় এবং রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন বৃত্তান্ত নিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

রোকেয়া হাউজের উদ্যোগে আন্তঃ হাউজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত

“যুক্তিতে পায় মুক্তির পথ, যুক্তির আলোয় উদ্ভাসিত হই”
রোকেয়া হাউসের উদ্দ্যোগে অদ্য ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হল- আন্তঃহাউজ কলেজ বিতর্ক প্রতিযোগিতা।
১ম পর্বঃ
বিতর্কের বিষয়ঃ “সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তিই তরুণ প্রজন্মের মানসিক বিকাশের প্রধান অন্তরায়।”
পক্ষেঃ প্রীতিলতা হাউস, বিপক্ষেঃ রোকেয়া হাউজ
বিজয়ী দলঃ রোকেয়া হাউজ
২য় পর্বঃ
বিতর্কের বিষয়ঃ “দূর্নীতিই সকল উন্নতির পথে প্রধান অন্তরায়।”
পক্ষেঃ মাদার তেরেসা হাউজ, বিপক্ষেঃ সুফিয়া কামাল হাউজ
বিজয়ী দলঃ সুফিয়া কামাল হাউজ
প্রধান অতিথিঃ বিশিষ্ট সাংবাদিক জনাব কেশব বড়ুয়া, বিশেষ অতিথিঃ অধ্যক্ষ কল্যান নাথ, জিবি’র সম্মানিত সদস্য জনাব শাহনেওয়াজ হোসেন চৌধুরী।
মডারেটরঃ অধ্যাপক মানিক চন্দ্র নাথ
বিচারকঃ সহকারী অধ্যাপক মোছাঃ বুলবুল নার্গিস আকতার জাহান, সহকারী অধ্যাপক শিখা দাশ ও সহকারী অধ্যাপক আবু ছালেহ।
সঞ্চালনায়ঃ সহকারী অধ্যাপক প্রনব কুমার নাথ
তত্ত্বাবধায়ক, রোকেয়া হাউজ ও
প্রভাষক নাজনীন চৌধুরী
সহ- তত্ত্বাবধায়ক, রোকেয়া হাউজ।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে বাংলা বিভাগের উদ্দ্যোগে রবীন্দ্র- নজরুল স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রবীন্দ্র-নজরুল স্মরণসভা পালনঃ

“বাংলা ভাষা ও বাঙালি” যতদিন থাকবে রবীন্দ্রনাথ-নজরুল প্রতিটি বাঙালির হৃদয়ের মনিকোঠায় বিরাজমান থাকবেন

রবীন্দ্রনাথ-নজরুল স্মরণে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশন- চট্টগাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার, মোছাঃ মাহফুজা আক্তার।

আজ ২৩ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ৭ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ, বুধবার, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ বাংলা বিভাগের উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হলো রবীন্দ্র -নজরুল স্মরণে “জীবনমুখী রবীন্দ্রনাথ- বাস্তবতায় নজরুল” শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশন- চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোছাঃ মাহফুজা আক্তার তাঁর বক্তব্যে বলেন “বাংলা ভাষা ও বাঙালি যতদিন থাকবে রবীন্দ্রনাথ-নজরুল প্রতিটি বাঙালির হৃদয়ের মনিকোঠায় বিরাজমান থাকবেন “। তিনি আরো বলেন বাংলা সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যেখানে এ দুজন মহামানবের অবাধ বিচরণ ছিল না। তাই সংকটে, সংগ্রামে, উৎসবে-পার্বনে সর্ব সময়ে বাঙ্গালী তাঁদের সৃষ্টি কর্মের ভেতরে খোঁজে আশ্রয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী, শব্দসৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায়। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ -নজরুলকে ভালবাসতে হলে তাঁদের সংগীতকে ভালবাসতে হবে, তাঁদের সৃষ্টিকে জীবনে ধারন করতে হবে”।
অধ্যক্ষ কল্যান নাথ এর সভাপতিত্বে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট্ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহনেওয়াজ হোসেন চৌধুরী, সুলতানুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দুল আলম, অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক শেখ আহম্মদ প্রমূখ।

পরে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় সংগীত শিক্ষক, টিটু বড়ুয়ার নির্দেশনায় কবিতা আবৃত্তি ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক সুললিত কান্তি দে।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

স্নাতক(পাস) চূড়ান্ত পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের স্নাতক(পাস) পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত।।
আজ ১লা সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের স্নাতক (পাস) সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা কলেজের অধ্যক্ষ কল্যান নাথ এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক শিখা দাশ, অধ্যাপক জাফর আহমদ তালুকদার, অধ্যাপক আবদুল ওয়াদুদ, অধ্যাপক আবু সালেহ, অধ্যাপক সাইমুন নাহার খানম, অধ্যাপক শেখ আহম্মদ, অধ্যাপক বিপ্লব কান্তি মহাজন, অধ্যাপক সুললিত কান্তি দে, অধ্যাপক শাহেদা খানম, অধ্যাপক শামসুল আরেফিন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ নাছির উল্লাহ।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।।

আজ ০১লা সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো রোভার সহচর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কলেজের আইসিটি মিলনায়তনে “আলোকিত জীবনের জন্য রোভারিং” এ প্রতিপাদ্য নিয়ে কলেজের অধ্যক্ষ কল্যান নাথ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি জনাব রুহুল আমিন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার লিডার জনাব মোহাম্মদ এনাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক নাসরিন পারভীন, অধ্যাপক নাজনীন চৌধুরী, অধ্যাপক মোঃ নাছির উল্লাহ প্রমূখ।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে মাদার তেরেসা হাউসের উদ্দ্যোগে “মাদার তেরেসা” স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদার তেরেসার স্মরণে শ্রদ্ধাঞ্জলিঃ

“আমৃত্যু বিশ্বমানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে, মানবতার মা হিসবেই বেঁচে থাকবেন শতাব্দীর মহীয়সী নারী মাদার তেরেসা” — কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে মাদার তেরেসার স্মরণ সভায় বক্তারা।।

শতাব্দীর মহীয়সী নারী মাদার তেরেসা আমৃত্যু বিশ্বমানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে, মানবতার মা হিসবেই বেঁচে থাকবেন। যিনি মানুষের মাঝে খুঁজে নিয়েছিলেন ঈশ্বরকে। তাঁর কাছে ছিল না কোনো জাতি-ধর্মের ভেদাভেদ, মানবসেবাকেই নিয়েছিলেন ধর্ম হিসেবে। তিনি ক্ষুধার্তকে দিয়েছেন অন্ন, বস্ত্রহীনকে দিয়েছেন বস্ত্র, নিরাশ্রয়কে দিয়েছেন আশ্রয়, রোগাক্রান্তদের দিয়েছেন ওষুধ পথ্য ও সেবা, আশাহীনকে দিয়েছেন আশা এবং মৃত্যু পথযাত্রীকে দিয়েছেন জীবনের পরম আশ্বাস । দরিদ্র, নিঃস্ব, আর্তপিড়িতের পাশেই থেকেছেন আমৃত্যু।
আজ ০৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ মাদার তেরেসা হাউজের উদ্যোগে বিশ্বমানবতার প্রতীক মাদার তেরেসার ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ” শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসাঃ কর্ম ও জীবনদর্শন” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মাদার তেরেসা হাউজের তত্ত্বাবধায়ক অধ্যাপক মোঃ নাছির উল্লাহ্’র সভাপতিত্বে কলেজের আইসিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যান নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক মোঃ আজিম, অধ্যাপক নাসরিন পারভীন, অধ্যাপক আবু সালেহ, অধ্যাপক প্রণব কুমার নাথ, অধ্যাপক সুললিত কান্তি দে, অধ্যাপক আশিক সায়েম চৌধুরী, শিক্ষার্থী মেহের আফরোজ শশী, জান্নাতুল ফেরদৌস রিয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী ফারহানা ইসলাম মহুয়া। এ উপলক্ষে মাদার তেরেসা হাউজের উদ্যোগে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

by Katirhat Mohila College Katirhat Mohila College No Comments

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে শুভ জন্মাষ্টমী পালন

শুভ জন্মাষ্টমী পালনঃ

শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভাতৃত্ববোধ, মৈত্রীময়তা ও অসাম্প্রদায়িকতার মনন গড়ে তোলার লক্ষ্যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভার আয়োজন, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে। ২৪ আগষ্ট ২০২২ খ্রিঃ। সভাপতিঃ অধ্যক্ষ কল্যান নাথ। মূখ্য আলোচকঃ অধ্যাপক পলাশ কান্তি নাথ রণী, প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), কেন্দ্রীয় সংসদ। আলোচকঃ উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক মোঃ আজিম, অধ্যাপক আবু সালেহ, অধ্যাপক সুললিত কান্তি দে, শিক্ষার্থী দীপা চৌধুরী প্রমূখ।