অদ্য ২ ডিসেম্বর সোমবার পরিসংখ্যান বিভাগের উদ্যোগে “জীব পরিসংখ্যান জনমিতির একটি হাতিয়ার “-শীর্ষক এক সেমিনার আইসিটি ভবনের অডিটোরিয়ামে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সেলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি কল্যান নাথ ও বিশেষ অতিথি উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, সকল বিভাগের অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। এতে বক্তারা সামগ্রিক জীবন ব্যব্স্থাপনায় পরিসংখ্যানের অপরিহার্যতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
সেমিনারঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান।অায়োজকঃ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
অদ্য ৩১অক্টোবর, ২০১৯ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্দ্যোগে আইসিটি ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় প্রধান অধ্যাপক মানিক চন্দ্র নাথের সভাপতিত্বে “বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কল্যান নাথ। আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম,জিবি’র সম্মানিত সদস্য ও রাজনীতিবিদ জনাব শাহনেওয়াজ চৌধুরী, অভিভাবক সদস্য সোলতান-উল-আলম চৌধুরী সহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। বক্তরা মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের যুদ্ধে অংশগ্রহণ এবং ভূমিকার বিভিন্নদিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নারীদের দুঃসাহসিক গেরিলা অভিযান, যোদ্ধাহতের নার্সিং, গোপনে খাদ্য সরবরাহ, মহিলা শিল্পীদের গান ইত্যাদির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও সাহস যুগিয়ে স্বল্প সময়ে পাকিস্তানী সৈন্যদেরকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদানের স্বাক্ষর রেখেছিল। পরিশেষে তাঁদের এ অবদানের জন্য জানাই হাজারো সালাম ও শ্রদ্ধা।
সেমিনারঃ ব্যবস্থাপনা বিভাগ অালোচ্য বিষয়ঃ মানব সম্পদ উন্নয়নে ব্যবস্থাপনা
অদ্য ২৬অক্টোবর শনিবার ব্যবস্থাপনা বিভাগের উদ্দোগে “মানবসম্পদ উন্নয়নে ব্যবস্থাপনা” শীর্ষক এক সেমিনার বিভাগীয় প্রধান অধ্যাপক অাব্দুল অদুদের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি অধ্যক্ষ কল্যান নাথের উপস্থিতিতে সম্পন্ন হয়। এতে বক্তরা বলেন-দক্ষ মানব সম্পদ ব্যতিরেকে সার্বিক উন্নয়ন মোটেই সম্ভব নয় এবং এ জন্য প্রয়োজন সুষ্ঠ ও পরিকল্পিত ব্যবসস্থাপনার মাধ্যমে দক্ষ মানব সম্পদ বিনির্মাণ করা।
কলেজ প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মাহমুদুল হকের ২১তম মৃত্যু বার্ষিকী ভাব-গম্ভীর পরিবেশে পালিত
গত ১৮ অক্টোবর শুক্রবার কবর জিয়ারত ও মিলাদ এবং ১৯ অক্টোবর শনিবার কলেজ অডিটোরিয়ামে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মাহমুদুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে সুসম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিবি’র সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র সাবেক সেনাপ্রধান লেঃজেঃ এম. হারুন-অর-রশিদ বীর প্রতিক মহোদয়। এতে বিশেষ অতিথির অাসন অলংকৃত করেছেন সভাপতির সহধর্মিণী বিশিষ্ট লেখক ও কণ্ঠশিল্পী মিসেস লায়লা নাজনীন হারুন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যাঁরা কলেজ প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতার সহযোদ্ধা ছিলেন। বক্তারা সমাজ ও দেশের মানুষের জন্য প্রতিষ্ঠাতার অবদান ও তাঁর কর্ম,জীবন ও অর্জনসহ বিভিন্ন দিক নিয়ে অালোকপাত করেন।
ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাববিজ্ঞানের গুরুত্ব:
অদ্য ২৯-০৯-১৯খ্রীঃ হিসাববিজ্ঞান বিভাগের উদ্দ্যোগে “ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাববিজ্ঞানের গুরুত্ব “শীর্ষক সেমিনার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: জা্ফর অাহমদ তালুকদারেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন- ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে হিসাববিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিসাব ব্যবস্থা মানব সভ্যতার ধারক, বাহক ও মূল্যায়নের চাবিকাঠি।
মাদার তেরেসা স্মরণে শ্রদ্ধাঞ্জলী
গত ৫ সেপ্টেম্বর,২০১৯ খ্রীঃ বৃহস্পতিবার “মাদার তেরেসা হাউস” এর উদ্দ্যোগে অার্ত-মানবতার সেবায় নিবেদিত শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারীর জীবন-দর্শন, কর্ম, ত্যাগ ও অর্জন শীর্ষক সেমিনার অাইসিটি অডিটোরিয়ামে অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির অাসন অলংকৃত করেছেন বিশিষ্ট কথা-সাহিত্যিক,বরণ্যে শিক্ষাবিদ, চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিবি’সম্মানিত সদস্য জনাব শাহনেওয়াজ চৌধুরী,জনাব সোলতানুল অালম চৌধুর্রী। এতে কলেজের সাংস্কৃতিক ফোরামের জাতিয় সংগীত পরিবেশন ও মাদার তেরেসা হাউসের কো-অর্ডিনেটর অধ্যাপক প্রনব কুমার নাথেন স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এ হাঊসের শিক্ষার্থীরা মাদার তেরেসাকে নিয়ে কবিতা অাবৃত্তি, অার্ত- মানবতার গান পরিবেশন করেন। বক্তরা বলেন- মানব সেবায় অনণ্যপ্রাণ এ নারীর দেখিয়ে দেওয়া অাদর্শকে নিজের জীবনে ধারণ করতে পারলেই অাজকের এই অনুষ্ঠান স্বার্থক হবে। অনুষ্ঠান সঞ্চালনায়ঃ মাদার তেরেসা হাুউসের শিক্ষার্থীরা।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী : চেতনায় কবি
২৫ সেপ্টেম্বর, বুধবার বাংলা বিভাগের উদ্দ্যোগে “রবীন্দ্র-নজরুল জয়ন্তী “-চেতনায় কবি শীর্ষক সেমিনার অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র,চট্টগ্রাম এর জি.এম নিতাই কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি হয়ে এসে অামাদের কৃতার্থ ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করেছেন গুণী বরণ্যে শিল্পী, শব্দসৈনক, সঙ্গীতজ্ঞ জয়ন্তী লালা। বক্তরা বলেন- জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এ মহান দু’কবির বিচরণ করেননি। সঙ্গিতজ্ঞ বলেন- গানকে ভালবাসতে হলে রবীন্দ্র- নজরুলকে ভালবাসতে হবে, তাঁদের জীবনকে অনুধাবন করতে হবে।
প্রীতিলতা জোয়াদ্দেদার এর অাত্মাহুতি দিবসে স্মরণ সভা
২৩ সেপ্টেম্বর সোমবার ব্রিটিশ বিরোধী অান্দোলনের পুরোধা মাষ্টারদা সূর্যসেনের মহিলা বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্যা ও প্রথম মহিলা শহীদ প্রীতিলতা জোয়াদ্দেদার এর ৮৭তম অাত্মাহুতি দিবসে “প্রীতিলতা হাউস” এর উদ্দ্যোগে এক মহতি স্মরণসভা প্রধান অতিথি অধ্যক্ষ কল্যাণ নাথের উপস্থিতিতে হাউসের কো-অর্ডিনেটর অধ্যাপক অাবু সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন হাউসের লিডার ও কো-লিডার শিক্ষার্থীরা প্রীতিলতার জীবন দর্শন,শিক্ষা জীবন, বিপ্লবী সংগ্রামী জীবন, পাহাড়তলী নাইট ক্লাবে সূর্যসেনের নির্দেশনায় সফল অাক্রমনের পর তাঁর অাত্মাহুতি সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপনা করেন।
ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) শ্রেণিতে ছাত্রী ভর্তির অনুমোদন দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজ পরিদর্শক মহোদয়কে কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষক পরিষদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মাহমুদুল হক এর অসমাপ্ত স্বপ্ন তাঁরই যোগ্য সন্তান কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি সাবেক সেনাপ্রধান লেঃ জেনাঃ এম. হারুন-অর-রশিদ (বীর প্রতিক) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সুদক্ষ অধ্যক্ষ জনাব কল্যান নাথের সার্বিক দিকনির্দেশনায় পূরণ হতে চলেছে। অাশা করছি- অচিরেই এ কলেজ সভাপতির ভিশন মডেল কলেজে রূপায়িত হয়ে প্রতিষ্ঠাতার লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। অাজকের শুভ সন্ধিক্ষণে ডা. মাহমুদুল হকের প্রতি কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সালাম।।
অার্ত-মানবতার সেবায় নিবেদিত শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী”মাদার তেরেসার স্মরণে শ্রদ্ধাঞ্জলি
“মাদার তেরেসা হাউস” এর উদ্যোগে মাদার তেরেসা স্মরণ-২০১৯ শীর্ষক এক অালোচনা সভার অালোচনা করা হয়। এতে অধ্যক্ষ কল্যান নাথের সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা কলেজ,এনায়েত বাজার,চট্টগ্রাম এর সুযোগ্য অধ্যক্ষ,বরণ্যে শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক তহুরিন সবুর ডালিয়া। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিবি’সম্মানিত সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জনাব শাহনেওয়াজ চৌধুরী,জনাব সুলতানুল অালম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদার তেরেসা হাউসের কো-অর্ডিনেটর অাইসিটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রনব কুমার নাথ এবং সহ কো-অর্ডিনেটর অধ্যাপক নাজনীন চৌধুরী ও হাউসের শিক্ষাথীরৃন্দ।
“কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ।।
“No matter who says what, you should accept it with a smile & do your own work.
– মাদার তেরেসা।
- 1
- 2
- 3
- …
- 5
- Next Page »