ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২
অদ্য ১২ ডিসেম্বর জাতীয়ভাবে দেশব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’ উদ্যাপনের অংশ হিসেবে এবারের প্রতিপাদ্য “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” কে সামনে রেখে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজে “তথ্য প্রযুক্তিই হোক বাংলাদেশের উন্নয়নের প্রধান হাতিয়ার” শীর্ষক সেমিনার কলেজের আইসিটি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কল্যান নাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী বিষয়ক কর্মকর্তা অধ্যাপক আবু সালেহ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ আজিম, অধ্যাপক সেলিম উদ্দীন, অধ্যাপক বিপ্লব মহাজন, অধ্যাপক সুললিত কান্তি দে, অধ্যাপক মুহাম্মদ ফয়সাল আন নিজামী প্রমূখ। আইসিটি দিবস উপলক্ষে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাসমিন আকতার। সঞ্চালনায় তাসমিন আকতার ও সার্বিক সহযোগিতায় অধ্যাপক নাজনীন চৌধুরী ও আশিক সায়েম চৌধুরী। এ উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়।