Welcome to Katirhat Mohila Degree College
উত্তর চট্টলার হাটহাজারী উপজেলাধীন ২ নং ধলই ইউনিয়নে দিশেহারা চেতনার যুদ্ধে সচেতন এক মানব। নাম যাঁর ডাঃ মাহমুদুল হক। জাহেলিয়াত যুগ চক্ষুপল্লবে ভাসতে থাকল যাঁর চক্ষুশূলে। নারীর অসহায়ত্ব নাড়া দিচ্ছিল যাঁকে বারবার। নারীদের অসহায়ত্ব নিবারণের চিন্তায় বিভোর ঊনি অসহায়ত্বের কারণ খুঁজে পেলেন পরনির্ভরশীলতা। আর সেই পরনির্ভরশীলতা দূরীকরণে অস্ত্র হিসেবে বেচে নিলেন শিক্ষা। থেমে থাকা হল না ঊনার আর। ঊনি যে থেমে থাকার পাত্রই ছিলেন না। এলাকার বিচক্ষণ মানবের সাথে বিষয়টা শেয়ার করে এগিয়ে চললেন নব উদ্যোগে। সেইদিন ছিল ১৮ ডিসেম্বর ১৯৮৫। উক্ত এলাকা যেন ফিরে পেল প্রাণ। রাতের অন্ধকার সরে গিয়ে যেন ভোরের আলো ফুটতে থাকল উক্ত এলাকায়। বাঁশের কুঁড়েঘরে স্থাপিত হওয়া কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ যেন উক্ত এলাকার প্রাণ ফিরিয়ে দিল। শুরু পথচলা। নব জন্ম নেওয়া শিশু যেমন মা-বাবার ভালবাসায় হাটি হাটি পা পা করে পথচলা শিখে, তেমনি ঊনার (ডঃ মাহমুদুল হক) উদ্যম, ইচ্ছাশক্তি, সচেতনতায় আর এলাকার বিচক্ষণ সহকর্মীর সহযোগীতায় পথ চলা শিখতে থাকল উক্ত প্রতিষ্ঠান।
সেইদিনের সেই উচ্চ মাধ্যমিক একাদশ থেকে পথ শুরু করে অত্র প্রতিষ্ঠান বর্তমানে ডিগ্রী (পাস) কোর্সে উন্নীত। ছাত্রী সংখ্যা ২০০০ (দুই হাজার) এ পৌঁছেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি (মানবিক) টিউটোরিয়াল কেন্দ্র বর্তমানে অত্র প্রতিষ্ঠান। চলছে অনার্স কোর্স চালুর প্রক্রিয়া। ঊনার (ডাঃ মাহমুদুল হক) সেই দিনের সেই সৎ ইচ্ছার জয়ধ্বনি আজ প্রান্তরে প্রান্তরে। একদিন অত্র প্রতিষ্ঠান বিশ্ব সভায় নারী শিক্ষার অগ্রযাত্রার পথিক হয়ে ঠায় নিবে এই প্রত্যাশা। যেভাবে পাশে ছিলেন সবাই, পাশে থাকবেন ঐভাবে। দেখবেন অত্র এলাকার সূর্য হবে অত্র প্রতিষ্ঠান।
কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ, কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম এর গভর্নিংবডি নির্বাচন – ২০১৭ নির্বাচনী তফসীল ঘোষণা
কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের স্মারক নং – কেএমসি (১৫৮/১৭), তারিখ: ০৫/০৭/২০১৭খ্রিঃ এর মাধ্যমে দায়ত্বি প্রাপ্ত হয়ে নিম্ন স্বাক্ষরকারী র্কতৃক এতদ্বারা কাটিরহাট মহলিা ডিগ্রী কলেজের সকল ছাত্রী, সংশ্লষ্টি ছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রবিধান এর অধীনে প্রতিষ্ঠাতা ক্যাটাগরিতে – ০১ জন, দাতা ক্যাটাগরীতে – ০১ জন, অভিভাবক ক্যাটাগরীতে – ০৩ জন, হিতৈষি ক্যাটাগরীতে – ০১ জন নির্বাচনকল্পে নির্বাচনী তফসীল ঘোষণা করা হল।
চূড়ান্ত র্প্রাথী তালকিা ও চূড়ান্ত ফলাফল বিবরনী
মনোনয়ন পত্র বাছাই সংক্রান্ত ঘোষণা
প্রতিষ্ঠাতা প্রতিনিধির চূড়ান্ত ভোটার তালিকা
কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহমুদুল হক’র ১৯ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত
হাটহাজারী
“ডাঃ মাহমুদুল হক’র মতো আলোকিত মানুষরাই সমাজের বাতিঘর হিসেবে কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন” – কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহমুদুল হক’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার উননেছা শিউলী এ মন্তব্য করেন। তিনি বলেন, ডাঃ মাহমুদুল হক’র মতো আলোকিত ব্যক্তিরা নিজেদের জীবনের আরাম-আয়েসের কথা চন্তিা না করে, আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সমাজের বাতিঘর হিসেবে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সমাজের আলোকবর্তিকা হিসেবে আলো ছড়ানো এসব প্রতিষ্ঠানের মধ্য দিয়েই ডাঃ মাহমুদুল হকরা হাজার বছর ধরে বেঁচে থাকবেন। আজ ১৮ অক্টোবর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ কল্যান নাথ এর সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ শাহনেওয়াজ চৌধুরী, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গভর্নিংবডির সদস্য সোলতানুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক আবু ছালেহ ও অধ্যাপক শেখ আহমদ।
সকালে মরহুমের কবরে কুরআন খতমের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতার শুরু হয়। পরে কলেজ অধ্যক্ষ, শিক্ষক পরিষদ ও গভর্নিংবডির পক্ষ থেকে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধার্ঘ জানানো হয়। এ উপলক্ষে কলেজ কর্তৃক ডাঃ মাহমুদুল হকের জীবন ও র্কমরে আলোকে একটি ক্রোড়পত্র প্রকাশ করা হয়। স্মরণ সভা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক শারমিন নাসরিন ও শিক্ষার্থী জান্নাতুন নিছা।
“Believe in yourself and all that you are. Know that there is something inside you that is greater than any obstacle.”
The golden jubilee of Bangladesh independence will be observed in 2021. Taking the year as a vision, Bangladesh has already fixed her target of achieving ‘Digital Bangladesh’ with in that particulars time.
Read More–>>
“তোমরা যদি বৃক্ষ হও, তবে কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ হচ্ছে সে বৃক্ষের অভিভাবক”
When the whole country is changing rapidly due to ICT our college must take advantage of it. To make our college a digital one the near web-site has been installed.
Read More–>>